আউলিয়ায়ে কেরামের কাশফের (অন্তর্দৃষ্টির) ক্ষমতাঃ | সহিহ আকিদা | Sahih Aqeedah

Ads (728x90)

Pages

Followers

Contact Form

ইসলামী বিশ্বকোষ January 09, 2018 A+ A- Print Email


'
♥ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
তোমরা মুমিনের দূরদৃষ্টি বা অন্তর্দৃষ্টি হইতে সাবাধান থাক কারণ সে আল্লাহ্ তা'আলার নূরের সাহায্যে দেখে। তারপর তিনি এই আয়াত পাঠ করেনঃ “....নিশ্চয় এতে নিদর্শন রয়েছে অন্তর্দৃষ্টি শক্তি সম্পন্ন লোকদের জন্য"।
(সূরাঃ আল-হিজর— ৭৫)

Reference :

★ সুনানে তিরমিযি,কিতাবুত তাফসীরে কুরান,হাদীস নং-৩১২৭

★ ইমাম তাবরানী,মাআজুমুল আউসাত,হাদীস নং-৭৮৩৯

★ ইমাম কুরতুবী (রহঃ) : তাফসীরে কুরতুবী,সুরা- হিজর,আয়াত-৭৫,পৃষ্ঠা-১২১

★ ইমাম ইবনে কাসীর (রহঃ) : তাফসীরে ইবনে কাসীর, সুরা -হিজর,আয়াত-৭৫,পৃষ্ঠা-৫৪৭

★ ইমাম জারির ইবনে তাবারী (রহঃ) : তাফসীরে তাবরী,সুরা-হিজর,আয়াত-৭৫,পৃষ্ঠা-১২০

★ ইমাম কাজী সানাউল্লাহ পানীপথী (রহঃ) : তাফসীরে রুহুল মাআনি,সুরা হিজর, আয়াত-৭৫

★ ইমাম শাওকানী (রহঃ) : ফাতহুল কাদীর,সুরা -হিজর,আয়াত-৭৫ পৃষ্ঠা-৭৬৭

www.sahihaqeedah.com

Post a Comment