Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Search Suggest

Posts

হানাফী মাযহাব এর মূল শিকড় সাহাবী পর্যন্ত বিস্তৃতঃ

1 min read

হানাফী মাযহাব হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাযহাব। দেখুন কিভাবেঃ

হযরত উমার রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কুফা নগরীতে মানুষকে দ্বীন শিক্ষার জন্য প্রেরণ করেছিলেন।

কুফা তে তাঁর ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইমাম ইবরাহীম নাখয়ী রাহিমাহুল্লাহ। পরবর্তীতে ইবারাহীম নাখয়ী (রহঃ) হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) এর মাযহাব ও ফতোয়া চালু রেখেছিলেন। এবং সে অনুপাতে তিনি ছাত্রদেরকে তা'লীম দিয়েছিলেন।

তাঁর ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হাম্মাদ বিন সুলাইমান (রহঃ)। ইমাম হাম্মাদ বিন সুলাইমান (রহঃ) একই ধারাবাহিকতায় প্রাপ্ত ইলম এবং ফতোয়া জারী রেখেছিলেন এবং সে অনুপাতে তাঁর ছাত্রদেরকে তা'লীম দিয়েছিলেন।

আর হাম্মাদ বিন সুলাইমান (রহঃ) এর ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইমাম আবু হানীফা (রহঃ)।
সুতরাং হানাফী মাযহাব এর মূল শিকড় হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাযহাব।

ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দাময়ী ��

You may like these posts

  • কসমেটিক্স-প্রসাধনীর ব্যবহার১. রোযাদারের জন্য সুরমা লাগানো বা সুগন্ধি ব্যবহার করা মাকরূহ নয়। (মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০৮; আলবাহরুর রায়েক ২/২৮০)২. শরীর বা মাথায় তেল ব্যবহার করল…
  • ফিদইয়া১) এক রোযার পরিবর্তে এক ফিদয়া ফরয  হয়। এক ফিদয়া হল, কোনো মিসকীনকে  দু বেলা পেট ভরে খানা খাওয়ানো অথবা এর মূল্য প্রদান করা। (মুসান্নাফে আবদুর রাযযাক: হাদীস- ৭৫৮৫;…
  • গোসল১) গোসল করলে পানির শীতলতা, ঠান্ডা ভিতরে অনুভুত হলেও রোযা ভাঙ্গবে না।(আলমগীরী, খন্ড-১ম, পৃ-২৩০)২) রোযা অবস্থায় গোসল করলে রোযার কোন ক্ষতি হয় না। তবে কুলী করার সময় গড়গড়া করবে না এ…
  • কানের ওষুধ১) কানে তেল বা ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। এতে শুধু কাজা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না। তবে গোসল করার সময় যদি অনিচ্ছাবশত কানে পানি প্রবেশ করে, তাহলে রোজা ভাঙবে …
  • মন্দ কাজ সম্পর্কিত মাসায়েল১) কেউ যেন রোজা রাখা অবস্থায় কোন খারাপ কর্ম না করে। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে বা গালি দেয় তাহলে সে যেন বলে আমি রোজাদার। (বুখারি : ১৮৯৪)২) হস্তমৈথুন ক…
  • সফর১) মুসাফির অবস্থায় রোযা রাখা কষ্টকর না হলে রোযা রাখা বা কাযা করার মধ্যে যেটা সহজ সেটা করবে। রোযা রাখতে চাইলে রাখবে অন্যথা কাযা করবে। (বুখারি-১৯৪৩, মুসলিম-১১২১)২) সফরের…

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...