Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Search Suggest

জুম্মার দিন প্রতি কদমে কদমে ১ বছর নফল রোজা ও সালাতের সওয়াবঃ

2 min read

প্রতি কদমে কদমে ১ বছর নফল রোজা ও সারা বছর রাত জেগে ইবাদতের সওয়াবঃ #অন্যকে জানিয়ে নিজেও সেই সওয়াবের ভাগিদার হোন।

হাদিস ১ 

●● হজরত আউস ইবনে আউস (রা.) বলেন, ‘রাসুল (ﷺ) ইরশাদ করেছেন,
যে ব্যক্তি জুমার দিনে
- ভালোভাবে গোসল করবে,
- সকাল সকাল প্রস্তুত হয়ে পায়ে হেঁটে মসজিদে গমন করে,
- ইমাম সাহেবের কাছে বসবে এবং
- মনোযোগী হয়ে তার খুতবা শ্রবণ করবে ও
- অনর্থক কথা-কাজ থেকে বিরত থাকবে,
তার প্রত্যেক কদমের বিনিময়ে সে এক বছর (নফল) রোজা ও নামাজের সওয়াব পাবে।’
(নাসাঈ শরিফ ১৫৫)

হাদিস ২

●● রাসুল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করল এবং (স্ত্রীকেও ফরজ) গোসল করাল, তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনল, প্রত্যেক কদমের বিনিময়ে সে এক বছরের রোজা ও নামাজের সওয়াব পাবে।’ (তিরমিজি, হাদিস নং : ৪৯৮)

হাদিস ৩

●● আউস বিন আউস আস সাকাফী (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন:
“জুমা’আর দিন,
- যে ব্যাক্তি নিজেও ফরজ গোসল করল এবং (স্ত্রীকেও ফরজ) গোসল করাল।
- পূর্বাহ্ণে মসজিদে আগমন করে এবং
- নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে, পায়ে হেঁটে মসজিদে যায় (অর্থাৎ কোন কিছুতে আরোহণ করে নয়),
- ইমামের কাছাকাছি গিয়ে বসে,
- মনোযোগ দিয়ে খুৎবা শোনে,
- কোন কিছু নিয়ে খেল তামাশা না করে,
সে ব্যাক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন ও সারা বছর রাত জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব।”
(মুসনাদে আহমাদঃ ৬৯৫৪, ১৬২১৮)

হাদিস ৪

●● আউস ইব্‌ন আউস সাকাফি ‎রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি:
“জুমার দিন যে গোসল করল, ভালো করে; অতঃপর আগেভাগে মসজিদে গেল; হেঁটে চলল, বাহনে চড়ল না; ইমামের নিকটবর্তী হল; অনর্থক কর্মে লিপ্ত না হয়ে মনোযোগসহ শ্রবণ করল; তার প্রতি কদমে লেখা হবে এক বছরের আমল তথা এক বছরের সিয়াম ও কিয়ামের সওয়াব”।
[আহমদ ফি ‘ফাতহুল রাব্বানি’: (৬/৫১), তিরমিযি: (৪৯৬), আবু দাউদ: (৩৪৫), নাসায়ি: (১৩৮১), ইব্‌ন মাজাহ: (১০৮৭), দারামি: (১৫৪৭), হাকেম: (১০৪১), ইব্‌ন খুজাইমাহ: (১৭৫৮), আল-বানি হাদিসটি সহিহ বলেছেন, দেখুন: সহিহ আল-জামে: (৬৪০৫)]

হাদিস ৫

●●রাসূলুল্লাহ (ﷺ) বলেন,
“যে ব্যক্তি জুমার দিনে গোসল করে রওনা হয় এবং ইমামের অতি নিকটে বসে চুপচাপ খুতবা শোনে,সে প্রতি পদক্ষেপে এক বছর রোযা রাখার এবং এক বছর রাতে কিয়াম করার নেকী পায়। আর এটা আল্লাহর জন্য বড় সহজ ব্যাপার।”[আহমদ;নাসায়ী;তিরিমিযি (সহিহ)]

হাদিস ৬


●●রাসূলুল্লাহ (ﷺ) বলেন,
●●“কোন ব্যক্তি জুম‘আর দিন গোসল করল, ওযূ করে মসজিদে গেল এবং খুৎবা শুনল। তার প্রতি কদমে এক বছরের নফল ছালাত ও ছিয়ামের সমান নেকী হয়।
[আবুদাঊদ;৩৭৩,মিশকাত;১৩৮৮]

ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দাময়ী ��

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...